ঢাকাSunday , 6 December 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের স্পর্ধা দেখিয়েছে রাকিবুজ্জামান আহমেদ

TITUL ISLAM
December 6, 2020 4:35 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী যুব লীগ।

প্রধান অতিথির বক্তব্যে রাকিবুজ্জামান আহমেদ বলেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের স্পর্ধা দেখিয়েছে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত ভাস্কর্যটি ভেঙ্গে ফেলেছে স্বাধীনতা বিরোধী চক্র। বাংলাদেশের স্বাধীনতাকে অবমাননা সহ জাতির জনকের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে যারা জড়িত তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাত ৮টায় কালীগঞ্জ উপজেলা বাংলাদেশ আওয়ামী যুব লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মেডিকেল মোড় হয়ে
তুষভান্ডার রেলস্টেশন চক্করের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাকিবুজ্জামান আহমেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখা,মশিউর রহমান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। রেফাজ রাঙ্গা, সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালীগঞ্জ উপজেলা শাখা, শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালীগঞ্জ উপজেলা শাখা, মনিরুল ইসলাম মনির ,নুরনবী প্রমূখ।।

এছাড়া বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।