ঢাকাWednesday , 9 September 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে অসহায় পরিবারকে চিকিৎসার জন্য সমাজকল্যাণ মন্ত্রীর পক্ষে আর্থিক সহায়তার চেক প্রদান

TITUL ISLAM
September 9, 2020 10:32 am
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ২৬টি অসহায় পরিবারকে চিকিৎসার জন্য সমাজসেবা অধিদফতরে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার(০৯ সেপ্টেম্বর/২০২০) বেলা এগারোটায় কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কাকিনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি’র পক্ষে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

অতিথিরা ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী ও তাদের নমিনিদের হাতে ৫০ হাজার করে মোট প্রায় ১৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল হক সহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাংসদ নুরুজ্জামান আহমেদ এমপি। সংসদ অধিবেশন থাকায় তানি অনুষ্ঠানে অাসতে না পেয়ে টেলিফোনে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহির তাহু, কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকক ফেরাজুল ইসলাম মানিক, কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগে’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, জেলা আওয়ামী যুবলীগে’র ক্রিয়া সম্পাদক মজনু আলী শেখ, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আব্দুল মতিন খসরু,কাকিনা ইউনিয়ন আওয়ামী যুবলীগে’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফারুক হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় চিকিৎসার জন্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তার স্বজনরা। তারা সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি’র এই উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।