মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৫:৩৯ অপরাহ্ন
কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় মামলা করায় বাদী কে বিভিন্ন প্রকার ক্ষতি সাধন সহ প্রাণ নাশের হুমকি প্রদানের করেছে আসামি পক্ষের সন্ত্রাসীরা।
এছাড়া বাদীকে মামলা তোলার জন্য বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখানো সহ জীবন নাশের হুমকি ও ক্ষয়ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে ।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামি নিরুপায় হয়ে কালিগঞ্জ থানায় আরো একটি সাধারণ ডায়ারী করেছে।
ঘটনা সূত্রে জানা যায় কালিগঞ্জ উপজেলার
উত্তর মুশরত মদাতি ইউনিয়নের আনারুল ইসলামের ছেলে খোশেদ আলম, ওমর ফারুক,কামরুজ্জামান, আলমগীর, বাবু মিয়া, সহ
৩১/০৮/২০২০ সন্ধায় তাদের সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে জনতাবদ্ধে দেশীয় অস্ত্র-শন্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত হামলা চালায় এবং ব্যাপক মারপিট, পকেটে থাকা নগদ ৮ হাজার টাকা লুট সহ ২৯ হাজার টাকার একটি মোবাইল ফোন ক্ষতি সাধন করে।
এসময় মারাত্বক আহত হয় বায়েজিদ বোস্তামি
এসময় এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরবর্তীতে ভুক্তভোগী বায়েজিদ বোস্তামি র
বাদী হয়ে একই গ্রামের আনারুল ইসলামের ছেলে খোশেদ আলম সহ তার দল পালের
গংদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আর সেই মামলা করায় বর্তমানে মামলার বাদী চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং বাড়ি ছাড়া হয়ে আছেন বলে অভিযোগ।।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু সাজ্জাত বলেন আমরা অভিযোগ পেয়েছি “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা ও চলছে।।
আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply