ঢাকাTuesday , 1 September 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রামে সমবায় কর্মকর্তা বহাল তবিয়তে : নানা গুঞ্জন

TITUL ISLAM
September 1, 2020 3:58 pm
Link Copied!

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ হাসান রকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রংধনু ভোগ্যপণ্য সমবায় সমিতি লি. নামে একটি সমবায়ী প্রতিষ্ঠান। গত ১৬ জুলাই সরকারি একাধিক দপ্তরে অভিযোগ দেয় ওই প্রতিষ্ঠানটি।

উপজেলা সমবায় কার্যালয়ে গত ৫ আগস্ট অভিযোগের তদন্ত করেন রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ নিবন্ধক মুহা: শাহীনুর ইসলামের নের্তৃত্বে গঠিত তদন্ত টিম।
তদন্তের দিন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মশিউর রহমান তদন্ত টিমকে অভিযোগ করে জানান,

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে কিছু ত্রাণ বিতরণের জন্য উপজেলা সমবায় কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলে তিনি প্রত্যেক হতদরিদ্র পরিবারের নিকট থেকে প্যাকেট প্রতি তিন শত টাকা করে উৎকোচ নেন।

গাভী পালন প্রকল্পে উপজেলা সমবায় কর্মকর্তার দুর্নীতির ব্যাপারে বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত তদন্তকালে স্বাক্ষরিত লিখিত বক্তব্য প্রদান করেন।

এছাড়াও তদন্ত টিম প্রধানের সাথে যোগাযোগ করে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ‘সমবায় কর্মকর্তা মুহাম্মদ হাসান রকির বিরুদ্ধে সমবায়ী প্রতিষ্ঠান, গাভী পালন প্রকল্পের সাধারণ মানুষদের বহু অভিযোগ বিদ্যমান’ বলে জানান।

তদন্ত প্রক্রিয়া শেষে তদন্ত টিমের প্রধান উপ নিবন্ধক মুহা: শাহীনুর ইসলাম সাংবাদিকদের নিকট অভিযোগের ব্যাপারে তথ্য- উপাত্তসহ নতুন করে অনিয়মের লিখিত ও মৌখিক অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন। কিন্তু এখন পর্যন্ত উর্দ্ধতন কর্তৃপক্ষ কোনো প্রকার ব্যবস্থা না নেওয়ায় সমবায় কর্মকর্তা মুহাম্মদ হাসান রকি রয়েছেন বহাল তবিয়তে। এ নিয়ে উপজেলা জুড়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

অপরদিকে দুর্নীতির অভিযোগের সংবাদ করায় উপজেলার দুই সাংবাদিকের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগপত্র সাজান ওই সমবায় কর্মকর্তা। অভিযোগপত্রে প্রতারণা করে নেওয়া স্বাক্ষর প্রত্যাহারের আবেদন করেছেন উপজেলার প্রত্যায়ী সমবায় সমিতির সভাপতি জিয়াউর রহমান মিন্টু।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।