ঢাকাWednesday , 8 July 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

নারীদের কে সামনের সারিতে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে ইউএনও

TITUL ISLAM
July 8, 2020 1:10 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অসচ্ছল পরিবারের ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সাইকেল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য বিপুল চন্দ্র, সমাজসেবক আবুল বাসার, সাংবাদিক আলতাবুর রহমান আলতাব, ইউপি সচিব আশীষ কুমার প্রমুখ।

এ সময় প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান বলেন, ‘আয়োজনটি অবশ্যই প্রশংসনীয়। এটি সরকারের উন্নয়নেরই একটি অংশ। তিনি শিক্ষাক্ষেত্রে নারীদের প্রতি সরকারের বিভিন্ন সহযোগিতার চিত্র তুলে ধরেন। তিনি আরও বলেন, নারীদেরকে সামনের সারিতে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। চলবলা ইউনিয়ন পরিষদের ব্যতিক্রমী আয়োজন সেই উন্নয়নেরই ধারাবাহিকতা।’

চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, ‘কর্মদক্ষতা মূল্যায়ন বরাদ্দ, নারী শিক্ষা উন্নয়নে দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে এ ইউনিয়নের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এ বাই-সাইকেল বিতরণ করা হলো। যারা সাইকেল পেয়েছে তারা সবাই অসচ্ছল পরিবারের। এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’

এর আগে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।