ঢাকাSunday , 14 June 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

কালীগঞ্জে ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের ৩১ জন ভিক্ষুককে গরু,নগদ অর্থ ও চাল প্রদান

TITUL ISLAM
June 14, 2020 8:28 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট)

লালমনিরহাট জেলার কালীগঞ্জে ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন করা হয়। রবিবার ১৫ জুন জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ৩১ জন ভিক্ষুককে ২য় পর্যায়ে পূর্নবাসনের লক্ষে ১টি করে গাভী,১০০ কেজি করে চাল ও নগদ ৪হাজার ৫শত করে টাকা প্রদান করেন উপজজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার সুকান্ত সরকার,তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমরদ।

উপজেলা চেয়ারম্যান বলেন, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে পুনর্বাসনের কাজ শুরু করেছে সরকার। তিনি অারো বলেন ভিক্ষাবৃত্তি একটি স্বাধীন জাতির জন্য মর্যাদাহানিকর। ভিক্ষুকদের স্বাবলম্বি করে গড়ে তুলতে সরকার বিশেষ কর্মসূচি গ্রহন করেছে।

কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে ইতোমধ্যে ৬৬ জন নারী ও পুরুষ ভিক্ষুকের তালিকা তৈরী করা হয়েছিল । গত ২৭ ফেব্রুয়ারী ২০২০ তারিখে ৩৫ জনের মাঝে অনুদান বিতরন করা হয়েছিল।আজ বাকীদের ৩১ জনকে পূনার্বাসন করা হলো।

তিনি আরো বলেন, এই জেলায় যারা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। তাদের তালিকা তৈরী করা হয়েছে। এদের ভিক্ষুবৃত্তি বন্ধ করতে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরী করা হবে। অর্থপ্রাপ্তির স্বাপেক্ষে এই জেলার ৫টি উপজেলা হতে ভিক্ষুক নির্মূলে কাজ শুরু হয়ে গেছে। এই প্রকল্পে লালমনিরহাট জেলার সরকারি কর্মচারীগণ একদিনের বেতন অনুদান হিসেবে জমা দিয়েছেন ।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল হতে ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা পাওয়া গেছে। পর্যাক্রমে এই জেলা ভিক্ষুক মুক্ত করা হবে। এজন্য সবাইকে সহযোগীতা করার অাহবান জানান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।