ঢাকাFriday , 5 June 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে একটু বৃষ্টিতে ডুবে আছে রাস্তাঘাট,ও কাঁদা জমে ঘটছে দুর্ঘটনা

TITUL ISLAM
June 5, 2020 7:30 am
Link Copied!

কালীগঞ্জ প্রতিনিধি লালমনিরহাট।।

কয়েক দিনের বৃষ্টিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মতি হাজির বাড়ির রাস্তা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন ও কাদাঁ জমে ঘটছে দুর্ঘটনা ডুবে গেছে নিচু এলাকাসহ অনেক সড়ক ও সবজির খেত।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর মধ্যে উপজেলার অনেক রাস্তাঘাটে পানিতে ডুবে থাকে নেই কোন পানি যাওয়ার রাস্তা ।

ডুবে গেছে অনেক নিচু এলাকাসহ অনেক সড়ক। ছবিটি হামকুরা বালা পাড়া, কাশীরাম ২, সড়ক থেকে ৫ জুন শুক্রবার তোলা l

ছবিটি হামকুরা বালা পাড়া, কাশীরাম ২, সড়ক থেকে ৫ জুন শুক্রবার তোলা l

 

 

 

শুক্রবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার হামকুরা বালা পাড়া, কাশীরাম ২,গ্রামের কয়েকটি
রাস্তা, তলিয়ে গেছে। এসব সড়কে এখন পর্যন্ত পানি জমে আছে নেই কোন পানি যাওয়ার রাস্তা পানি যাওয়ার রাস্তা গুলো প্রভাবশালীদের দখলে হয়ে গেছে বন্ধ দেখার কেউ নেই।

ভারী বৃষ্টির কারণে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা খুব একটা চোখে পড়েনি। এতে বাজার মুখী মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ।

হামকুরা এলাকার মোহাম্মদ আলী বলেন,রাস্তা ঘাটে এখন পানি থই থই করছে। এই এলাকার পানিনিষ্কাশনব্যবস্থা কতটা নাজুক, সেটা এই রাস্তা ঘাটের চিত্র দেখলেই বোঝা যায়।

টানা বৃষ্টিতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামের ,সহ উপজেলার বিভিন্ন গ্রামের নিচু এলাকার সবজির খেত পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাশীরাম এলাকার কৃষক রাকিবুল বলেন, আমাদের গ্রামসহ আশপাশের এলাকার সবজির খেত পানিতে ডুবে গেছে।

তুষভান্ডার ইউনিয়নের ইউপি সদস্য নুরনবী বলেন, এলাকায় পানিনিষ্কাশনে সাময়িক সমস্যা হচ্ছে। তিনি দাবি করেন, অতিবৃষ্টির কারণেই এই এলাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি থেমে যাওয়ার কিছু সময়ের মধ্যে পানি গুলো নেমে যাওয়ার কথা থাকলেও এসব জমে থাকা পানি নেমে জেতে পারছে পানির রাস্তা বন্ধ থাকার কারনে তবে আমি যতদুর জানি পানি যাওয়ার রাস্তা করে দিলে সব পানি নেমে যাবে। কিন্তু ওই এলাকার কিছু ব্যক্তি পানি যাওয়ার রাস্তা গুলো বন্ধ করে দেওয়ায় পানি যেতে পারছে না।।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।