ঢাকাWednesday , 21 November 2018
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে চতুল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী গাছ কাঁটার অভিযোগ

TITUL ISLAM
November 21, 2018 3:17 am
Link Copied!

বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের ঠাকুর পুর এলাকায় বারাশিয়া নদের তীরবর্তী প্রায় অর্ধশত বছরের পূরোনো বিশাল একটি রেন্ট্রীগাছ কেঁটে নিয় যাচ্ছে চতুল ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা শরীফ মো: সেলিমুজ্জামান লিটু।গত শুক্রবার সকাল থেকে গাছটি কাটতে শুরু করেছেন কয়েকজন শ্রমিক। তারা বলছেন লিটু শরীফ তাদেরকে গাছ কাঁটার নির্দেশ দিয়েছেন। বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী একেএম জহুরুল হক বলেন তিনি এব্যাপারে কিছু জানেননা।তিনি বিষয়টা নিশ্চিত হয়ে তিনি ব্যাবস্থা নেবেন বলে জানান। উপজেলা চেয়ারম্যান এম,এম মোশাররফ হোসেন এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান,গাছ কাঁটার ব্যাপারে তিনি কিছু জানেন না। সরকারী গাছ বিক্রীর কোন টেন্ডার হয়েছে এমন কিছুও তিনি শোনেননি। তবে টেন্ডার ছাড়া সরকারী গাছ বিক্রীর কোন সুযোগ নেই বলে জানান উপজেলা চেয়ারম্যান।এ ব্যাপারে চতুল ইউপি চেয়ারম্যান লিটু শরীফ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী টেন্ডারের মাধ্যেমে গাছটি বিক্রি করেছে।তবে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা জাকির হোসেন কিছুই জানেন না বলে জানান।উল্লেখ্য সরকারী দলের এমপি আব্দুর রহমানের আশির্বাদ পুষ্ট যুবলীগ নেতা চতুল ইউপি চেয়ারম্যান লিটু শরীফ কিছুদিন পূর্বে নিজের ঔষধের দোকানের ফ্রিজে মাছ রেখে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা ও সাজা প্রাপ্ত হলে সে যাত্রায় ক্ষমা চেয়ে পার পেয়ে যান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।