ঢাকাWednesday , 20 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

মন্ত্রীর বেটা হামাক ঈদের খাবার দিল আল্লাহ ওর ভাল করুক

TITUL ISLAM
May 20, 2020 8:56 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।     

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রামিত হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে। এ সকল কর্মহীন মানুষকে ত্রান সহায়তায় এগিয়ে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির পুত্র উপজেলা আঃ লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, অন্বেনা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাকিবুজ্জামান আহমেদ।

২০ মে ( বুধবার) সকাল ১০টায় কবুজ্জামান আহমেদ এর উদ্যোগে অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে কে ইউ পি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ২শত পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করা হয়। এ ত্রান সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু। কাশীরাম গ্রামের ময়না বেগন বলেন মন্ত্রীর বেটা হামাক ঈদের খাবার দিল আল্লাহ ওর ভাল করুক

ত্রাণ বিতরণের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ভূপেন্দ্র নাথ রায়, উপজেলা যুবলীগের সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক রেফাজ রাঙ্গা, সুরুজ্জামান, আজাদ আলী, বাউবির কো – অর্ডিনেটর আবু সায়েম, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমুখ।

অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক, মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান আহমেদ জানান, করোনা ভাইরাস একটি প্রানঘাতি রোগ। এ রোগ হতে বাঁচতে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করেনায় কর্মহীন মানুষের মাঝে ইতিপূর্বে কালীগঞ্জ – আদিতমারীতে মন্ত্রী মহোদয় ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। আমিও ব্যক্তিগত ভাবে একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে মানুষের দুঃখ কস্টের ভাগিদার হতে চাই। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এ লক্ষ্যে আমার এ উদ্যোগ। এ সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরোও বলেছেন, আমি ভালবাসি দেশ, ভালবাসি জনতা, করোনা মোকাবেলায় সকলে মিলে আসুন গড়ে তুলি একতা। এছাড়াও করোনা মোকাবেলায় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতেও আহবান জানিয়েছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।