ঢাকাTuesday , 5 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় ধান মাড়াই করা মেশিনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীনিহত-১

TITUL ISLAM
May 5, 2020 8:40 am
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায়  ধান মাড়াই করা মেশিনের ধাক্কায় রবিউল ইসলাম (৪০) নামে কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত লাভলু (২৫) নামে অপর একজনকে গুরুত্বর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।মঙ্গলবার (০৫ মে) সকালে উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের লালমিনরহাট-বুড়িমারী মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।নিহত রবিউল ইসলাম লালমিনরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার ভোলার চওড়া গ্রামের আব্দুস সামাদের পুত্র।

এছাড়া তিনি কাপড় ব্যবসায়ী বলে জানা গেছে। অপরদিকে আহত লাভলু একই উপজেলার বড়বাড়ী কদমতলা এলাকার মফিজুলের পুত্র।ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওই এলাকার বাসিন্দা নুরুজ্জামান জানান, মঙ্গলবার সকালে ওই দুইজন মোটর সাইকেল আরোহী পাটগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ধান মাড়াই করা মেশিন দেখে মোটরসাইকেলটি থামিয়ে দাড়িয়ে পরেন রবিউল। কিন্তু তখনই ওই ধান মাড়াই করা মেশিনটি তাদেরকে ধাক্কা দেয় আর তারা খাদে ছিটকে পড়ে যান। এ সময় স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার দ্বায়িত্বরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার চিহৃ পাওয়া যায়। তবে তাকে মেডিকেলে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। এছাড়া আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। এছাড়া ধান মাড়াই করা মেশিনটি আটক করে নিয়ে যায় বড়খাতা হাইওয়ে পুলিশ বলে জানান তিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।