ঢাকাMonday , 4 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট অনলাইন নিউজে সংবাদ প্রকাশের পর, নির্যাতিত মায়ের মামলা নিলো পুলিশ

TITUL ISLAM
May 4, 2020 2:10 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

লালমনিরহাট অনলাইন নিউজে গত
২৯ এপ্রিল হাতীবান্ধায় মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ মামলা নেয়নি পুলিশ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়

সেই সংবাদ প্রকাশের পর লালমনিরহাটের হাতীবান্ধায় ছেলের হাতে নির্যাতিত মা জরিনা বেওয়ার মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ।

মামলাটি নথিভুক্ত হওয়ার পর থেকে অভিযুক্তরা পালাতক রয়েছেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

রোববার (৩ মে) মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ। এর আগে বুধবার (৮ এপ্রিল) জরিনা বেওয়া বাদী হয়ে তিন জনকে আসামমি করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ দিকে করোনা পরিস্থিতি উপেক্ষা করে ঘটনাটিকে ধামা চাপা দিতে শুক্রবার (১ মে) শালিসি বৈঠক করেন ডাউয়াবাড়ি ইউপি পরিষদ চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ। কিন্তু বৈঠকে উত্তেজনার সৃষ্টি হলে চেয়ারম্যান অবস্থার বেগতিক দেখে সটকে পড়েন।

অভিযুক্তরা হলেন, উপজেলার উত্তর বিছনদই এলাকার মৃত আফছার আলীর ছেলে হুমায়ুন কবির (৩২), শফিকুল ইসলাম(৫০), হুমায়ুন কবিরের স্ত্রী এছমোতারা বেগম (২৮)।

জানা গেছে, উপজেলার উত্তর বিছনদই এলাকার আফছার আলীর স্ত্রী জরিনা বেওয়া এক বিঘা এগারো শতক জমি ছেলে হুমায়ুন কবিরকে ও এগারো শতক চার কন্যাকে দানপত্র করে দেয়। আর নিজের নামে এগারো শতক জমি রেখে দেয়। মেয়েদের জমি দেয়ায় ছেলেরা তার উপর রেগে যায় ছেলে হুমায়ুন কবির। এমন অবস্থায় গত ০৭ এপ্রিল জরিনা বেওয়াকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় সে। এ ঘটনায় (৮এপ্রিল) জরিনা বেওয়া বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। কিন্তু অদৃশ্য কারণে পুলিশ এতোদিন মামলাটি নথিভুক্ত করেনি। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মামলা নথিভুক্ত করে পুলিশ।

জরিনা বেওয়া বলেন, ‘মেয়েদের জমি লিখে দেওয়ায় আমার ছেলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। আমি এর বিচার চাই। আমি আমার বাড়িতে ফিরতে চাই’।

ডাউয়াবাড়ি ইউপি পরিষদ চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ জানান, ‘সামাজিক দূরত্ব বজায় রেখেই বৈঠক বসানো হয়। তবে পরে এক পার্যায়ে দু-পক্ষের মাঝে কথা কাটাকাটি শুরু হলে আমি সেখান থেকে চলে আসি’।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ‘মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে’।

প্রথম সংবাদ প্রকাশের লিং ২৯ এপ্রিল বুধবার  

http://lalmonirhatonlinenews.com/news/3681/

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।