বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১০:৫৪ অপরাহ্ন
রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট ।।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার লক্ষে লালমনিরহাট-২ ( কালিগঞ্জ -আদিতমারি) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে কালীগঞ্জ উপজেলার ৫ হাজার কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল,ডাল, তেল,আলু, লবন ইত্যাদি।
বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল ) মন্ত্রী মহোদয়ের পক্ষে সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন তার ছোট ভাই লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আজ ২০০ টি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রী খাদ্য পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত খুশি।
Leave a Reply