ঢাকাThursday , 23 April 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবিসহ আহত ৫

TITUL ISLAM
April 23, 2020 5:18 pm
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে শর্টগানের গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তেরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় এক বিজিবিসদস্যসহ পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ আহত হয়েছেন। ভারত থেকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকালে বাংলাদেশিরা বাধা দেয়। এতে ক্ষীপ্ত হয়ে বিএসএফ গুলি ছোঁড়ে। সন্ধ্যার পর সীমান্তের ওপারে শক্তিবৃদ্ধি করেছে বিএসএফ। অপরদিকে গ্রামবাসীর পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

প্রত্যক্ষদর্শী ও সীমান্তে এলাকার লোকজন জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে ভারতের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের ২৫ সদস্যের একটি দল বুড়িমারী-চ্যাংরাবান্ধা জিরোপয়েন্টের অভিবাসন চৌকির পাশ দিয়ে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় বিএসএফের দলটি বাংলাদেশের কমপক্ষে ১০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে। বিষয়টি লক্ষ্য করে জিরোপয়েন্টে দায়িত্বরত বিজিবি সদস্য ও সীমান্তের লোকজন এতে বাধা দিলে পিছু হটে বিএসএফের দলটি। কিছুক্ষণ পর অস্ত্র নিয়ে চ্যাংরাবান্ধা ক্যাম্প থেকে প্রায় ৭০-৮০ জনের এশটি দল পুনরায় ওই মানসিক ভারসাম্যহীণ ব্যক্তিকে নিয়ে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশের চেষ্টা চালাতে আবারও বাধা দেয় বিজিবি ও সীমান্তে বাসীরা। পরে শর্টগানের অন্ত আট রাউন্ড গুলি ছুঁড়ে পুনরায় ভারতীয় ভূখন্ডে ফিরে যায় দেশটির সীমান্তেরক্ষীরা।

এদিকে বিএসএফের ছোঁড়া শর্টগানের গুলিতে বুড়িমারী ক্যাম্পের বিজিবি সদস্য খোকন মিয়াসহ পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। আহত অপর ব্যক্তিরা হলেন বুড়িমারী এলাকার ফিরোজা বেগম, আজিজুল ইসলাম, মো. আরেফ হোসেন ও মো. রশিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও বুড়িমারী ইউনিয়নের চার নম্বর ওয়াডে ইউপি সদস্য নূর ইসলাম বলেন, ‘বিএসএফ ভারত থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আমাদের দেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে নিরস্ত্র গ্রামবাসীর ওপর তারা গুলি চালায়।’

রাত সাড়ে আটটার দিকে রংপুর ৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দর ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ সীমান্তে এখন উত্তেজনা বিরাজ করছে তবে আমরা বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছি’।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।