ঢাকাWednesday , 15 April 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সমাজকল্যাণমন্ত্রীর অর্থায়নে ৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা

TITUL ISLAM
April 15, 2020 9:50 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় লালমনিরহাট-২ কালীগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নিজস্ব তহবিল থেকে তার নির্বাচনী এলাকার ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতারণ করে ।

এর আগে ১৪ এপ্রিল মঙ্গলবার আদিমারীতে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেন।।

ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর আগে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ মোবাইলের মাধ্যমে বলেন, সরকার করোনা মোকাবিলাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। যেন একজন মানুষও অভুক্ত না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে করোনা বিধি মেনে চলার জন্য আহ্বান জানান।

১৫ এপ্রিল বুধবার সকালে এসব ত্রান বিতারণ শুরু করেন ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, এসিল্যান্ড জাহাঙ্গীর আলম,ওসি মোঃ আরজু সাজ্জাদ , দলগ্রাম ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, দলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ছোটন, মনিরুজ্জামান কাঞ্চন
প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, দুই কেজি আলু, মসুর ডাল আধা কেজি ও লবণ আধা কেজি। এসব খাদ্যসামগ্রী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাধ্যমে রিকশা, অটো রিকশা ও ঠেলাগাড়ি চালক, ফেরিওয়ালা, ভিক্ষুক, ভবঘুরে, ফুটপাতের দোকানদার, গৃহকর্মী, নৈশ প্রহরী ও শ্রমিকসহ দরিদ্র-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। আগেই উপজেলার ৮টি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ৫ হাজার পরিবারের তালিকা তৈরি করেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য এর আগে, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার হোম কোয়ারেন্টিনে থাকা প্রায় আড়াই শ পরিবারের মাঝে সমাজকল্যাণ মন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।