ঢাকাSunday , 5 April 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ৭টার পরে শুধুমাত্র ঔষধের দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা থাকবে না

TITUL ISLAM
April 5, 2020 1:17 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

বিশ্বজুড়ে ত্রাস সৃ‌ষ্টিকারী মরণঘাতি করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রামণ রোধে সন্ধ্যার পর থেকে ঔষধ ছাড়া সব ধরনের দোকান বন্ধ করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট।

শনিবার (০৪ এপ্রিল) বিকেলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১০টি নির্দেশ সম্বলিত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডি‌সি) মো. আবু জাফর।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাঁচাবাজার (পঁচনশীল), সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও কৃষিজাত পণ্যের দোকান সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

অটোরিক্সা, অটোভ্যান ও সিএনজিতে যাত্রী পরিবহন বন্ধ থাকবে। তবে, পণ্যবাহী যানবাহন চলাচলে বাধা দেওয়া হবে না।

মোবাইলে রিচার্জের দোকান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। সন্ধ্যা ৭টার পরে শুধুমাত্র ঔষধের দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা থাকবে না।

এছাড়াও নির্দেশনায় বলা হয়েছে, দোকানের সামনে সামাজিক দুরুত্ব রক্ষায় ৩ ফুট দুরুত্বে বৃত্তের ব্যবস্থা, প্রতিঘণ্টায় ব্লিচিং পাউডারে দোকান পরিষ্কার, দোকানের কর্মচারীকে মাস্ক ও গ্লোভস ব্যবহার করতে হবে।

কোনও অবস্থায় দোকানের সামনে জনসমাগম করা যাবে না। এ আদেশ দ্রুত কার্যকর করা হয়েছে এবং এর ব্যতয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তি প্রসঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডি‌সি) ‌মো. আবু জাফর বলেন, করোনা ভাইরাস সংক্রামণ রোধে আগের জারি করা নির্দেশনাবলীর সঙ্গে আরও কয়েকটি বিষয় যুক্ত করা হয়েছে। যা তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। তিনি গণবিজ্ঞপ্তি মেনে চলতে জেলাবাসীর প্রতি আহবান জানান।

 

সুত্র লালমনি প্রতিদিন

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।