শনিবার, ০৬ মার্চ ২০২১, ১২:৫৬ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়
নিজ উদ্যোগে, নওদাবাস, চন্দ্রপুর, চাপারহাট, শিয়াল খোওয়া, গোড়ল বলাইরহাট সহ কালিগঞ্জে
দুহাজার মাস্ক ও লিফলেট বিতারণ করেন।
বাবু তপন কুমার যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখা,
শনিবার (২৮মার্চ- বিকেলে মাস্ক ও লিফলেট
বিতরণ করা হয়।
করোনা পতিরোধে সাধারণ মানুষের মাঝে, মাক্স
ও লিফলেট বিতরণ করা হয়।
এ বিষয়ে বাবু তপন কুমার বলেন, দেশব্যাপী করোনা আতংকে মানুষ। রাজনৈতিক সংগঠন ও বড় বড় ব্যাবসায়ীরা আজ জনগনের পাশে নেই। এমতাবস্থায় আমি আমার সাধ্যমত করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে নিজ উদ্যোগে লিফলেট ও মাস্ক বিতরণ করছি। আমার এ ক্ষুদ্র প্রচেষ্ঠায় যদি জনগন যদি সামান্য উপকৃত হয় এতেই আমার সার্থকতা।
Leave a Reply