ঢাকাSaturday , 25 January 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মন্ত্রীসভা গঠন

TITUL ISLAM
January 25, 2020 2:19 pm
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মন্ত্রীসভা গঠন করা হবে। শনিবার এ লক্ষ্যে সকাল ৯টায় শুরু হয়ে ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলছে।

দশম শ্রেণির শিক্ষার্থী ও প্রধান নির্বাচন কমিশনার ফারহান শাহরিয়ার সার্থক বলেন, আজকের স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে মোট প্রার্থী ২১ জন, ভোটার সংখ্যা ১১৭০ জন, তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৮জন প্রতিনিধি নির্বাচিত হবেন।

প্রার্থীদের মধ্যে ১২ জন ছেলে এবং ৯ জন মেয়ে রয়েছেন। ভোট চলছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান নির্বাচন প্রসঙ্গে বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মন্ত্রীসভা গঠন করে, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা শেখাতেই এই স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্ন্দপ নারায়ন রায় বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে উপজেলার মাধ্যমিক ও দাখিল পর্যায়ে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।