বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:২১ পূর্বাহ্ন
হুমায়ুন কবীর প্রিন্স স্টাফ রিপোটার
লালমনিরহাট বডারগাট ১৫ ব্যটালিয়ন বিজিপি।
মাদক কে না বলুন মাদক মুক্ত দেশ গড়ুন।
সোমবার (২০ জানুয়ারি) হাতিবান্ধায় দইখাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক নিয়ে ব্যপাক আলোচনা সভা অনুষ্টিত হয়।
মাদক মুক্ত করতে হবে আপনারা কেউ মাদকের সাথে জড়িত থাকবেন না। এ নিয়ে ব্যপক আলোচনা করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
এস এম ল্যাফটেন্টন তৌহিদ আলম
বিশেষ অতিথি জনাব সামিউল আমিন উপজেলা নির্বাহী অফিসার।
সভাপতি জনাব আবুল কাশেম সাবু মিয়া। চেয়ারম্যান গোতামারী ইউনিয়ন,উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ দইখাওয়া আর্দশ কলেজ।
Leave a Reply