লালমনিরহাট পুলিশ লাইন স্কুল ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
বৃস্পতিবার(৪ অক্টোবর) বিকেলে লালমনিরহাট পুলিশ লাইন সেড রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট কুড়িগ্রামের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সফিউল আরিফ।
লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, ক্যাপ্টেন (অব) আজিজুল হক বীরপ্রতিক, জেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপতি সিরাজুল হক, ব্যবসায়ী শেখ আব্দুল হামিদ বাবু ও পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরেন্দ্র নাথ বর্ম্মা।
প্রতিষ্ঠানটি ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ও প্রশাসনিক ভবন নির্মানে অনুদান প্রদানকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে স্থানীয় শিক্ষানুরাগীদের অনুদানে প্রায় দুই কোটির অধিক টাকা ব্যায়ে নির্মিত প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়।