লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বাদল কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ শনিবার (০৩ নভেম্বর) রাতে উপজেলার গোড়ল এলাকা হতে ১২ বোতল ফেন্সিডিল সহ বাদশা মিয়া (৪২), নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
আটক বাদশা উপজেলার -মালগাড়া, এলাকার মোঃ পিতা-মৃত ফজলে রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার এসআই বাদল কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার
গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল সহ বাদশা মিয়াকে
হাতে নাতে আটক করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক বাদশার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।