ঢাকাThursday , 4 July 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় কৃষকের নিকট থেকে অতিরিক্ত টোল আদায়

TITUL ISLAM
July 4, 2019 4:50 pm
Link Copied!

লালমনিরহাট হাতিবান্ধা প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধা হাটের ইজারাদার সরকারী মূল্যের বেশী টাকা জোর পূর্বক কৃষকের কাছে আদায় করার অভিযোগ পাওয়াগেছে।

এ বিষয়ে গতকাল বুধবার বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন নির্যাতিত কৃষকের পক্ষে অাব্দুল হালিম।

লিখিত অভিযোগ উল্লেখ আছে যে, হাতীবান্ধা হাটের ইজারাদারের লোকজন প্রান্তিক কৃষকের নিকট থেকে সরকারী মূলের চেয়ে বেশী টাকা জোর পূবক আদায় করছে।

এ বিষয়ে অভিযোগকারী আব্দুল হালিম বলেন, সরকারী নিয়ম হল এক ধান বা বাদামে বিক্রয়ে ৭টাকা দিতে হবে। কিন্তু ইজারাদারের লোকজন তা না করে টাকার বদল তাদের ইচ্ছামত এক মন বাদামে দুই কেজী বাদাম নিচ্ছেন। তা নিষেদ করলে তারা ধমক দিয়ে কথা বলে।

এ বিষয়ে হাতীবান্ধা হাটের ইজারাদার আমিনুর বলেন, হাট মাত্র চার সপ্তাহের জন্য ইজারা দেওয়া হয়েছে। আমি কোন নিয়মের বাইরে টাকা নিচ্ছি না। আগের ইজারাদাররা যেভাবে টোল আদায় করতো আমরাও সেভাবে টোর আদায় করছি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) রবিউল হাসান বলেন, আমি অতিরিক্ত দায়িত্বে রয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।