ঢাকাSunday , 26 May 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

লালমনিরহাটে রেল কর্মচারীকে মারধর করায় ঠিকাদার মাহে আলম অবরুদ্ধ

TITUL ISLAM
May 26, 2019 11:38 am
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটে রেল কর্মচারীকে মারধর করায় ঠিকাদার মাহে আলম অবরুদ্ধ ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ মে) লালমনিরহাট ডিআরএম কার্যালয়ের মূল ফটকে।

জানা যায়, রেলওয়ে তিস্তা পিডাব্লিউ অফিসের ওয়েম্যান আব্দুল(৫৫) দ্বায়িত্বপালনকালে ২৩ মে বৃহঃবার তিস্তা সামুটারী এলাকার মৃতঃ আনোয়ার আলীর পুত্র ঠিকাদার পরিচয়দানকারী মাহে আলম সহ ৬-৭ জন মিলে স্ল¬ীপার নেওয়ার চেষ্ঠা করে। এতে ওই ওয়েম্যান বাধা দেওয়ায় তাকে বেধরক মারপিট করে।এতে ওয়েম্যান আব্দুল গুরুতর আহত হয়ে রেলওয়ে হাসপাতালে ভর্তি হন।তিনি এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় তিনি বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট জি আর পি থানায় ছয়জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ঘটনায় ক্ষিপ্ত হয়ে রবিবার (২৬মে) লালমনিরহাট ডিআরএম কার্যালয়ের মূল ফটকে আব্দুলের বড় ছেলে আনারুল (৩০) রেলওয়ে কর্মচারীকে মাহে আলম অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চর থাপ্পর মারে।

বিষয়টি দেখে ওই অফিসের কর্মচারীরা ও স্থানীয় লোকজন আটক করে রাখে।
জানা যায় রেলওয়ে শ্রমিকলীগ লালমনিরহাটের সভাপতি মজিবর রহমানের হস্তক্ষেপে মাহে আলম দুই ঘন্টা অবরুদ্ধ থাকার পর বিষয়টি নিয়ন্ত্রনে আনেন।

এ বিষয়ে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন,লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যাবস্থা গ্রহন করা হবে।
অবরুদ্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেন।
এ বিষয়ে রেলওয়ের ডিএনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।