রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
লালমনিরহাটে বৈদ্যুতিক খুটি ও তার বিহীন বিদ্যুৎ পরিবহন সম্ভব দাবী করে সরকার ও সংশ্লিস্টদের সহযোগীতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে আদিতমারী উপজেলার হাজীগঞ্জ এলাকার তরুণ উদ্ভাবক শফিকুল ইসলাম।
(২২ এপ্রিল) বুধবার সকালে জেলা শহরের দোয়েল গেষ্ট হাউজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবী করেন,দীর্ঘ দশ/এগারো বছরের গবেষণায় তিনি এমন একটি পরিবেশ রক্ষাকারী বিদ্যুৎ চুল্লির ফরমুলা উদ্ভাবন করেছেন যা চলবে তারবিহীন পাওয়ার ফোর এর মাধ্যমে । বিদ্যুৎ চুল্লিটির মাধ্যমে ১হাজার কিলোমিটার এর মধ্যে কোন তার ও বৈদ্যূতিক খুটির প্রয়োজন হবেনা। শুধু বাড়ীতে ও কারখানায় ওয়ারিংয়ের জন্য তার বা ক্যাবেলের প্রয়োজন হবে,যা বজ্রপাত নিরোধক। তবে তিনি তার গবেষণা চালিয়ে যেতে এবং চুল্লিটি উদ্ভাবণের জন্য সরকার এবং সংশ্লিষ্টদের সহযোগীতা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।