ঢাকাFriday , 17 May 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে সড়ক অবরোধ

TITUL ISLAM
May 17, 2019 4:24 pm
Link Copied!

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি:
বিদ্যুতের দাবিতে এক ঘন্টা ব্যাপী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা। গত ৫ দিন ধরে বিদ্যুৎ না থাকায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে এসে সড়ক অবরোধ করেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাসস্ট্যান্ড ও ফকিরপাড়া বাসস্ট্যান্ডে উক্ত দাবীতে সড়ক অবরোধ করে স্থানীয় জনতা।গাছের গুড়ি ফেলিয়ে সড়ক অবরোধ বিভিন্ন শ্লোগান দিয়ে নিরবিচ্ছিন বিদ্যুৎ প্রাপ্তির দাবী জানান তারা।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের দাবীর সঙ্গে একাত্মতা ঘোষনা করে দাবী বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধ কারীরা।

স্থানীয় মনিরুল ইসলাম জানান, গত ৫ দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই তাই আজ বাধ্য হয়ে সবাই মিলে সড়ক অবরোধ করেছি। তিনি আরও বলেন,পাশ্ববর্তী উপজেলা সব সময় বিদ্যুৎ থাকে আমাদের উপজেলা নাই কেন।

হাতীবান্ধা উপজেলা সহকারি-প্রকৌশলী আনোয়ার হুসেইন বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারনে এই সমস্যা হচ্ছে। তবে আমাদের লোকজন বিদ্যুৎ সংযোগ দেওয়া জন্য সাধ্যমত কাজ করে যাচ্ছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক অবরোধতুলে দেওয়া হয়েছে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।