ঢাকাWednesday , 15 May 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

হাতিবান্ধায় রাস্তা নির্মাণের নামে সরকারি গাছ কাটার অভিযোগ

TITUL ISLAM
May 15, 2019 5:34 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
লালমনিরহাটের হাতীবান্ধা উপ‌জেলায় রাস্তা নির্মাণের নামে শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। দু’দিন ধরে ওই উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকায় এসব গাছ কাটা হয়।

বুধবার (১৫ মে) দুপুরে এ ঘটনায় হাতীবান্ধা থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়।

পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শফিউল আলম রোকন বলেন, দক্ষিণ পারুলিয়ার ৮নং ওয়ার্ডের একটি রাস্তা পাকা করনের কাজ চলছে। যার মুল ঠিকাদার পাটগ্রামের বর্ষা এন্টারপ্রাইজের অজয় কুমার সুর। মুল ঠিকাদারের কাজ থেকে কাজটি ক্রয় করে নেন হাতীবান্ধার মোস্তাফিজার রহমান মঞ্জু ও মিলন নামে দুই ঠিকাদার। তারা রাস্তার মাটি কাটার নামে মঙ্গলবার ও বুধবার সারাদিন রাস্তার দু’ধারের শতাধিক মেহগনি ও নিম গাছ কেটে নিয়ে যায়। তিনিসহ উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার ও হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে সরেজমিনে গেলে তদন্ত করে সরকারি গাছ কাটার সত্যতা পান। গাছ কাটার সময় রাস্তার দুপাশে বেশ কয়েকজন কৃষকের উঠতি ভুট্টা ক্ষেত নষ্ট করা হয়েছে। এদিকে রাস্তার কাজও নিম্নমানের হচ্ছে। তিনি বিষয়টি তাৎক্ষনিক ইউএনও এবং ওসিকে অবগত করেন।

অভিযুক্ত মোস্তাফিজার রহমান মঞ্জু সরকারি গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, রাস্তার পাশে যাদের জমি তারাই গাছ কেটে নিয়ে গেছে। উল্টো এলাকাবাসী আমার শ্রমিককে মারধর করেছে।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার বলেন, ঘটনাটি শোনা মাত্রই তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাস্তার কাজ নিম্নমানের পাশাপাশি সরকারি গাছ কাটা ও পাশ্ববর্তী ভুট্টা ক্ষেতের ক্ষতি করার সত্যতা পেয়েছেন। ইতিমধ্যেই পত্র দিয়ে উক্ত রাস্তার কাজ বন্ধ করে দেয়ার পাশাপাশি বিষয়টি তার উধ্বর্তন কতৃপক্ষকে অবগত করেছেন। উক্ত ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তার সরকারি গাছ কাটার দুটি লিখিত অভিযোগ পেয়েছি। থানা পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।