ঢাকাThursday , 2 May 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আদিতমারীতে কয়েলের আগুনে পুড়ল কৃষকের ৭ ঘর, ৮ গরু

TITUL ISLAM
May 2, 2019 7:21 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তার চরাঞ্চলে কয়েলের আগুনে পুড়ে গেছে কৃষকের স্বপ্ন। ভয়াবহ এ অগ্নিকান্ডে চারটি পরিবারের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১ মে) দিনগত ভোর রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় চন্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন, কুটিরপাড় চন্ডিমারী এলাকার কৃষক মোজাহার আলী এবং তার ছেলে আব্দুল জলিল, আব্দুল হালিম ও আব্দুল হাকিম।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য আফছার আলী  জানান, তিস্তার কড়াল গ্রাসে জমি ও বসতভিটা হারিয়ে অন্যের জমিতে বসবাস করে গরুর দুধ বিক্রি করে জিবিকা নির্বাহ করছেন মোজাহার আলী ও তার তিন সন্তান। তাদের পেশা দিনমজুরী ও গরু পালন। গোয়াল ঘরে দেয়া কয়েলের আগুনে বুধবার দিনগত ভোর রাতে হঠাৎ আগুন লাগে। মুহুর্তে তা পাশ্ববর্তি তিন ছেলের ঘরে ছড়িয়ে পড়ে। তাদের আত্নচিৎকারে স্থানীয়রা ও খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এরই মধ্যে তাদের ৭টি ঘর, ৮টি গরু, ধান, চাল ও তামাক পুড়ে গিয়ে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি।

আদিতমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরুর ঘরে দেয়া কয়েলের আগুনে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।