রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের ২০টি ঘর পুড়ে গেছে।
শনিবার (২৭ এপ্রিল ) বিকাল ৪টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত আঃ সোবহানের ছেলে আব্দুল করিমের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একটি বাড়ির আগুনে ২০ ঘর পুড়ে গেছে; তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল করিমের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার ভাই আব্দুস সাত্তার ও আব্দুর রহমানের বাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন।
বাড়ির লোকদের চিৎকারে স্থানীয়রা ও খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে তিন ভাইয়ের ২০টি ঘর, আসবাবপত্র, স্বার্ণ অলংকার , টাকা,ধান-চাল, তামাকসহ যাবতীয় মালামাল সম্পুর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
কালীগঞ্জ ফায়ার ফায়ার সার্ভিসের টিম লিডার (ভার) নুরুল আমীন জানান, আব্দুল করিমের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। পরে অন্যান্য ঘরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় গ্যাস সিলিন্ডারের কাছে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার (ভার) নুরুল আমীন জানান, আব্দুল করিমের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চলবলা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতানিশ্চিত করেছেন