আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আবু সাঈদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আবুল কালাম আজাদ,তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মহসিন টুলু,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজিবর রহমান, থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন।
বক্তারা ১৯৭১ সালে এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় পাকিস্তানি সেনারা যে নির্মম গণহত্যা কান্ড চালিয়েছিল তার বিশদ আলোকপাত করে নতুন প্রজন্মকে জানিয়ে দেন।সাথে সাথে সেসময়ে পাকিস্তানিদের দোসর এদেশীয় জামায়াত,রাজাকারদের ভুমিকা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক মিজানুর রহমান।