সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ::
ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণের দাবীতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের উপজেলা গেটের সামনে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে তিন হাজারেরও বেশি ন্যাশনাল কর্মী অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিস ঐক্য পরিষদের আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব আতিক হাসান রাজা, ন্যাশনাল ১ম ব্যাচের রাশেদা পারভীনসহ অনেকে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় মানববন্ধনকারীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।