ঢাকাThursday , 14 March 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

কালীগঞ্জে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

TITUL ISLAM
March 14, 2019 7:20 am
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি: গণতন্ত্র চর্চায় দেশের অন্যান্য স্থানের মতো লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, এ স্টুডেন্ট কেনিনেট নির্বাচন চলবে টানা দুপুর ২টা পর্যন্ত।
উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এ নির্বাচন যেন জাতীয় কোন নির্বাচনকে হার মানায়। তেঁতুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, ছাত্র-ছাত্রীরা সারিবদ্ধভাবে তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করছে।
এ মাদ্রাসার তিন শত পঞ্চশ ভোটার ৮ জন প্রতিনিধি নির্বাচনের লক্ষে ভোট প্রদান করছে। মোট প্রার্থীর সংখ্যা ১৫ জন। তাদের মধ্য থেকে ৮ জনকে তারা নিজেরাই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট চলবে।
তেঁতুলিয়া ইসলামমিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট শফিকুল ইসলাম বলেন, এ নির্বাচনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আগামী যে কোন নির্বাচনে ভোট প্রদানে দক্ষতা অর্জন করবে এবং তাদের মাধ্যমে পরিবারের ভোট প্রয়োগের উৎসাহ বাড়াবে। তিনি আরো বলেন, এ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব দানের সোপান রচিত হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।