পাটগ্রাম উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রুহুল আমিন বাবুল ৪৭ হাজার ৯৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী ওয়াজেদুল ইসলাম শাহিন (আনারস) পেয়েছে ২৬ হাজার ৯৭০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোফাজ্জল হোসেন লিপু ও মহিলা ভাইস চেয়ারনম্যান পদে লতিফা আক্তার বিজয়ী হয়েছেন।
হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদে ২৮ হাজার ৬২২ ভোট পেয়ে মশিউর রহমান মামুন (ঘোড়া) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লিয়াকত আলী পেয়েছেন ২৫ হাজার ৬২৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন মিরু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন নাহার বিজয়ী হয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।