লালমনিরহাট প্রতিনিধিঃ রাত পোহালে রবিবার (১০ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলাসদর সহ ৪ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে প্রচার প্রচারনা। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনিত চায়না কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চায়না বসুনিয়ার হাতুড়ি মার্কার কথা প্রতিটি পাড়া-মহল্লায়, হাট-বাজারে চায়ের দোকানে ভোটারদের মুখে মুখে আলোচনার ঝড় উঠেছে। তার হাতুড়ি মার্কা সাধারন ভোটারদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে চায়না বসুনিয়ার ব্যাপক জনপ্রিয়তা।
উপজেলার দলগ্রাম ইউনিয়নের ভোটার ফজলুল হকের সাথে কথা হলে তিনি বলেন, এরই মাঝে তিনি নারী উন্নয়ন কাজে ব্যাপক ভূমিকা রেখেছেন । আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়না বসুনিয়ার বিকল্প কোন প্রার্থী নেই। আমরা আগামী ১০ তারিখে হাতুড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।
ভাইস চেয়ারম্যান প্রার্থী চায়না বসুনিয়া বলেন, জনগণের ভালোবাসা থাকলে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হবেন বলে তিনি শতভাগ আশাবাদী।