ঢাকাWednesday , 6 March 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

TITUL ISLAM
March 6, 2019 10:55 pm
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বিহিনীর (বিএসএফ) মধ্যে যৌথ সীমান্ত পরিদর্শন এবং পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তের ৯০৬/৮-এস পিলার এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিদর্শন ও বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার-উল-আলম, বিজিবিএম, পিবিজিএম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ এর ১০০ বিএন বিএসএফ এর কমান্ড্যান্ট অভিনেশ রঞ্জন। বৈঠক শেষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার-উল-আলম জানান, বনচৌকি সীমান্তের পিলার ৯০৬/৬-এস হতে ৯০৬/৮-এস পর্যন্ত ভারতের অভ্যন্তরে শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে রত্নাই নদীর ভাংগনের ফলে ভারতীয় কাঁটাতারের বেড়া নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়। ভারতীয় কর্তৃপক্ষ নদীর তীর সংরক্ষনের কাজের প্রস্তুতি নিলে বিজিবি’র বাঁধায় দীর্ঘদিন বন্ধ থাকে।

উক্ত নদীর তীর সংরক্ষন কাজ পুনরায় শুরু করতে বিএসএফ এর আহবানে বিজিবি-বিএসএফ এবং উভয় দেশের পানি উন্নয়ন বোডের প্রকৌশলীদের সমন্বয়ে যৌথ পরিদর্শন এবং আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত যৌথ পরিদর্শন ও বিস্তারিত আলোচনা শেষে উদ্ধর্তন দপ্তরের নির্দেশনা সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন। এ ছাড়াও সীমান্ত হত্যা বন্ধ করাসহ চোরাচালান রোধে উভয় বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।