পলি আক্তার ইতালি থেকে:
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে ইতালি শাখা। রাজধানী রোমে অনুষ্ঠিত সংগঠনটির প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। ইতালী মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নয়না আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতা কে.এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, আফতাব বেপারী, লুৎফর রহমান।
প্রধান অতিথি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশ গড়তে ও এগিয়ে নেয়ার পিছনে এই সংগঠনের অবদান অপরিসীম।মহিলা আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে,ইতালিতে আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে মহিলা আওয়ামী লীগকে এগিয়ে যেতে হবে। এসময় ইতালি মহিলা আওয়ামী লীগ ও ইতালি আওয়ামী লীগ সহ রোম মহানগর, যুবলীগ, শ্রমিক লীগ এবং আওয়ামী বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।