লালমনিরহাট হাতিবান্ধা প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালেহ্ আহমেদ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। বুধবার হাতীবান্ধা শহরের মেডিকেল মোড় এলাকায় গণসংযোগ করেন। এ সময় সালেহ আহমেদ এক পথসভায় বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি ১ বছরের মধ্যে হাতীবান্ধাকে মডেল উপজেলায় রুপান্তরিত করবো। কথা দিচ্ছি ১ বছরের মধ্যে এ উপজেলাকে মডেল উপজেলা করতে না পারলে পদত্যাগ করে চলে যাব। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে হাতীবান্ধাকে পৌরসভায় বাস্তবায়ন ও বাইপাস সড়ক নির্মানের পাশাপাশি মাদক নির্মূলে কাজ করবো। এছাড়া বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার মূল লক্ষ্য। তার গণসংযোগে তার পক্ষে সাধারন ভোটারদের ব্যাপক সাড়া দেখা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।