সুনামগঞ্জ প্রতিনিধিঃ যারা চোর তারাই সাংবাদিকদের আড়ালে রাখে। আমি চোর না আমি জীবনে হারাম খাই নাই,আমি সব সময় সব জায়গায় জোড় গলায় বলতে পারি। আর এখন শেষ বয়সে এসে হাওর ও নদী ভাঙ্গনের মানুষের ক্ষতি করে ঘুষ খাব না। এই ভাবনা যারা করবে তারা ভুল করছে। আমি সকালে বাঁেধ গিয়ে দেখেছি বাঁধ গুলোতে সঠিক ভাবে কাজ হয় নি। বাঁধ গুলোতে স্লোপ গুলো খাড়া করে দেয় তা হবে না। ২০ফিট শ্লোপ থাকতে হবে। যে কোন প্রকল্প হউক আপনারা নিশ্চিন্তে থাকুন প্রধান মন্ত্রীর দূনার্ম হবে তা সহ্য করব না। কাউকে ছাড় দিব না। আমি আমার অধিন্থদের বলেছি সকাল বেলা যেন পানি সম্পদ মন্ত্রনালয়ের কাজের বিষয়ে সকল পত্রিকার সংবাদ আমার টেবিলে দিতে। সব খবর পড়ে এর পর আমি অন্য কাজ করি। আমি সাংবাদিকদের সব সময় বলি আপনার সঠিক ভাবে তথ্য নিয়ে বাঁেধর সকল অনিয়ম নিয়ে সংবাদ লিখুন যাতে করে আমি যানতে পারি। আমি যত খানি পারি সব করব নিয়ে সারা বাংলাদেশেই আমি যাব অন্যায় প্রমানিত হলেই কঠোর ব্যবস্থা নেব। শুক্রবার ১৫ফেরুয়ারী সাড়ে ১২টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা হাওরের বাঁধ পরির্দশন শেষে উপজেলা পাবলিক লাইব্রেরীতে উপজেলা পরিষদ কতৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।
এর পূর্বে তিনি উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরির্দশ করেন তিনি। বাঁধ পরির্দনে গিয়ে বাঁেধর কাজের ব্যাপক অনিয়ম লক্ষ্য করে তিনি অসন্তুস প্রকাশ করেন।
এই সময় তিনি পি,আই,সিদের উদ্যোশে বলেন,দেশের স্বার্থে আপনারা ভাল ভাবে কাজ করবেন। অন্যতায় কঠিন শান্তি পাবেন এই কথাটা মনে রেখে কাজ করেন।
বাঁেধ পিআইসিতে বিএনপির লোক থাকার দাবী করেন এবং এস ও সাহেব তাদের কাছ থেকে ২০-২৫হাজার টাকা নিয়েছেন আ,লীগ নেতাকর্মী অভিযোগ তুলেন। নেতাকর্মীদের উদ্যোশে তখন তিনি বলেন,কে পিআইসি হল তা এখন দেখার বিষয় আর সময় নেই কারন কমিটি সময় মত না হলেও আপনারাই পিআইসির কমিটি গঠন করেছেন। আর বিএনপির লোক থাকলে আমাকে লিখিত ভাবে নাম দিন ব্যবস্থা নেব। আর এখন কাজ হচ্ছে কি না তা দেখতে হবে কাজে যেই গাফিলতি করবে তাদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আপনারা সকালেই বাঁেধর কাজ হচ্ছে কি না তা দেখতে যান। কাজ হচ্ছে কি না তা দেখেন আর কাজ না হলে ইউএনও সাহেবকে বলেন তিনি ব্যবস্থা নিবেন।
এ সময় উপস্তিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুব, সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,প্রধান প্রকৌশলী সিলেট জোন নিজামুল হক ভূঁইয়া,জেলা প্রশাসক আঃ আহাদ,সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লা খাঁন,উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,তত্বাবধায়ক প্রকৌশলী ছিদিকুর রহমান,সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী ১ ও ২ আবু বক্কর ভূঁইয়া ও খুশি মোহন,তাহিরপুর থানা ওসি নন্দন কান্তি ধর,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হুসেন খান,সহ সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি,আলী মর্তুজা হাজী মোশারফ হোসেন,সাধারন সম্পাদক অমল কান্তি কর,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,রায়হান উদ্দিন রিপন,বাদাঘাট ইউপির আ,লীগের আবহবায়ক জুনাব আলী উত্তর বড়দল যুবলীগ সভাপতি মাসুক মিয়া,জেলা ছাত্রলীগ সাবেক সহ সভাপতি জুমুর কৃষ্ণ তালুকদার,ছাত্রলীগ সভাপতি আবুল বাসার,সাধারন সম্পাদক তানসেণ তালুকদার তুষার,ছাত্রলীগ নেতা তোফাজ্জেল হোসেন,রাহাদ হায়দার,ধীমান চন্দ,সায়েম তালুকদার,মবিননূর,রোমান আহমেদ তুষা সহ উপজেলা আ,লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ ও বাঁধের পিআইসিগন।