পলি আক্তার ইতালি প্রতিনিধি :
ইতালিতে ব্যাপক উৎসব আনন্দের মধ্য দিয়ে নবজাগরন নারী কল্যান সমিতি তুসকোলানার বসন্ত উৎসব সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত ১৩ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঝাকজমকপূর্ণ ভাবে তুসকোলানা চিকেন কিং এর হলরুমে বসন্ত উৎসব উদযাপন করা হয়।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে নারী, শিশুরা নানা ধরনের সাজে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে থাকে সবাই। সহস্রাধিক নবীন- প্রবীন সহ ইতালীস্হ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন, এক বর্ণাঢ্য মিলন মেলায় রূপ নেয়। সকলের পদভারে ও ব্যাপক উচ্ছ্বাসে চিকেন কিং এর হলরুম উৎসবে মুখরিত হয়ে উঠে। সকলের মাঝেই একটা সাজ সাজ রব পরিলক্ষিত হয়। অনুষ্টানে নবজাগরন নারী কল্যান সমিতির সভাপতি সানজিদা ইসলাম সংগীতার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিপি আক্তারের পরিচালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি রেহানা আক্তার শিল্পী, সাংগঠনিক সম্পাদক রওশন আরা খুকু ।এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নয়না আহমেদ, জুঁই খান, সহ সভাপতি সুলতানা বেগম লাকি, তাহমিনা খাতুন, ফরিদা ইয়াসমিন স্মৃতি, বিউটি আক্তার, সুমি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া হাসান , নুশরাত জাহান বুবলি, শিউলি শাহজাহান, সহ সাংগঠনিক তানজিম হোসেন, নুরজাহান আক্তার মুনা, সহ অর্থ সম্পাদিকা লাভলি শেখ, সহ প্রচার সম্পাদিকা তানিয়া হক , সাংস্কৃতিক সম্পাদিকা নুপুর, সহ সাংস্কৃতিক সম্পাদিকা লেহনা আক্তার, ক্রীড়া সম্পাদিকা আকলিমা আক্তার,সহ ক্রীড়া সম্পাদিকা শাহনাজ আক্তার আখি, সাহিত্য বিষয়ক সম্পাদিকা সাবিনা আক্তার, দপ্তর সম্পাদিকা অঙ্জনা আক্তার সহআরো অনেকেই।
এতে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যেতে বলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। সব কিছুর উর্দ্ধে উঠে আমরা সব সময় এমন হাসি আনন্দে মেতে উঠতে চাই। তারা আরো বলেন আমাদের সকলের অক্লান্ত শ্রম দিয়ে আয়োজন সফল করতে পেরেছি, আমাদের সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি । এছাড়াও লক্ষ্য করা গেছে নারী ও শিশুদের আনন্দ উল্লাশ ছিলো চোখে পরার মতো, শাড়ী সহ হরেক রকমের শাজ সজ্যায় নিজেকে সাজিয়ে এসেছিলো এ বসন্ত উৎসব অনুষ্ঠানে । এ উৎসবে নতুন প্রজন্ম জানবে বাংলার সংস্কৃতি কৃষ্টি কে এজন্যই এই আয়োজন করেন নবজাগরন নারী কল্যান সমিতি তুসকোলানার নেতৃবৃন্দরা।