ঢাকাFriday , 15 February 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় রাজস্ব ফাঁকি, ভাটার ইট জব্দ

TITUL ISLAM
February 15, 2019 5:49 pm
Link Copied!

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় রাজস্ব ফাঁকির অপরাধে বুধবার রাতে “এনবিএম” নামের একটি ভাটার তিন ট্রলি ইট জব্দ করেছে কাস্টম্স হাউজ লালমনিরহাটের প্রিভেন্টিভ টিম। এটি নিয়মিত রাজস্ব আদায়ের লক্ষ্যে সাঁড়াশি অভিযানের অংশ। ট্রলিটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের মডেল কলেজ সংলগ্ন সড়ক থেকে আটক করা হয়েছে।অভিযানের নেতৃত্ব দেন কাস্টম্স কর্মকর্তা এটিএম জহুরুল ইসলাম ।এসময় সহকারী রাজস্ব কর্মকর্তা এরশাদুল হক,আ:রহিম ও বকুল চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জহুরুল ইসলাম বলেন, জেলার হাতীবান্ধা উপজেলার ইটভাটা প্রতিষ্ঠান “এনবিএম” ১ লাখ ৫৮ হাজার ৪শ’ টাকার রাজন্ব অনাদায়ী রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে উক্ত ইটের ট্রলি আটক করা হয়েছে। ওই ট্রলিতে আনুমানিক ৫ হাজার ইট রয়েছে।পরবর্তীতে মুসলেকা নিয়ে ইট ছেড়ে দেয়া হয়েছে।এনবিএম ইটভাটার স্বত্বাধিকারের পক্ষ্যে জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায় বিপুল বলেন, অনাদায়ী কিস্তি পরিশোধের মেয়াদ শেষ হওয়ার কারনে আমার ইটের ট্রলি আটক করেছিল।তাদের সাথে কথা হয়েছে,আগামী ১৮ই ফেব্রুয়ারী অনাদায়ী টাকা পরিশোধ করবো।সহকারী রাজস্ব কর্মকর্তা এরশাদুল হক,আ:রহিম ও বকুল চন্দ্র রায় প্রমূখ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।