হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় রাজস্ব ফাঁকির অপরাধে বুধবার রাতে “এনবিএম” নামের একটি ভাটার তিন ট্রলি ইট জব্দ করেছে কাস্টম্স হাউজ লালমনিরহাটের প্রিভেন্টিভ টিম। এটি নিয়মিত রাজস্ব আদায়ের লক্ষ্যে সাঁড়াশি অভিযানের অংশ। ট্রলিটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের মডেল কলেজ সংলগ্ন সড়ক থেকে আটক করা হয়েছে।অভিযানের নেতৃত্ব দেন কাস্টম্স কর্মকর্তা এটিএম জহুরুল ইসলাম ।এসময় সহকারী রাজস্ব কর্মকর্তা এরশাদুল হক,আ:রহিম ও বকুল চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে জহুরুল ইসলাম বলেন, জেলার হাতীবান্ধা উপজেলার ইটভাটা প্রতিষ্ঠান “এনবিএম” ১ লাখ ৫৮ হাজার ৪শ’ টাকার রাজন্ব অনাদায়ী রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে উক্ত ইটের ট্রলি আটক করা হয়েছে। ওই ট্রলিতে আনুমানিক ৫ হাজার ইট রয়েছে।পরবর্তীতে মুসলেকা নিয়ে ইট ছেড়ে দেয়া হয়েছে।এনবিএম ইটভাটার স্বত্বাধিকারের পক্ষ্যে জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায় বিপুল বলেন, অনাদায়ী কিস্তি পরিশোধের মেয়াদ শেষ হওয়ার কারনে আমার ইটের ট্রলি আটক করেছিল।তাদের সাথে কথা হয়েছে,আগামী ১৮ই ফেব্রুয়ারী অনাদায়ী টাকা পরিশোধ করবো।সহকারী রাজস্ব কর্মকর্তা এরশাদুল হক,আ:রহিম ও বকুল চন্দ্র রায় প্রমূখ।