রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট চাইলেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।
সোমবার তারাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মসজিদ পরিদর্শন করে নগদ অর্থ প্রদান করেন।
বিশ্বনাথ সরকার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সব ধর্মবর্ণ একাত্রিত শারদীয় উৎসবে মিলিত হই। তিনি আরও বলেন, সাম্প্রতিকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বুঝেছি, তারা আমাকে কতটা ভালোবাসেন।
তিনি আরও বলেন, দল থেকে কে মনোনয়ন পাবেন, তা শুধু সভানেত্রীই বলতে পারবেন। তবে আমার বিশ্বাস মনোনয়নে আমার পাল্লাই ভারি। এ সময় তার সফরসঙ্গী ছিলেন বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, যুবলীগ নেতা ফিরোজ আহাম্মেদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।