নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদে-৬জন,ভাইস চেয়ারম্যান পদে-৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।
সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা রিটানিং অফিসার ইউএনও সামিউল আমিনের কার্যালয়ে প্রার্থীগন নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত লিয়াকত হোসেন বাচ্চু, সতন্ত্র অধ্যক্ষ সরওয়ার হায়াত খান,বদিউজ্জামান ভেলু, মশিউর রহমান মামুন, আলমগীর হোসেন রন্টু ও আলহাজ্ব এম জি মোস্তফা। ভাইস চেয়ারম্যান পদে আলাউদ্দিন,মোস্তাফিজার রহমান মঞ্জু, দিলিপ কুমার সিংহ,হাজী মুরাদ,কেএম আমজাত হোসেন তাজু,আনোয়ার হোসেন মিরু,রুমন হোসেন, মোজাম্মেল হক ভুট্টু ও ফরিদুল ইসলাম শৈবাল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাকতুফা ওয়াসিম বেলি,মুক্তি রানী সরকার,শারমিন সুলতানা সাথী ও জেসমিন নাহার সহ চেয়ারম্যান-৬, ভাইস চেয়ারম্যান-৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান-৪ জন সহ মোট ১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে উপজেলা রিটানিং অফিসার ইউএনও সামিউল আমিন নিশ্চিত করেছেন।