সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ::
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা সম্পন্ন হয়েছে।
রোববার সকাল ৮টায় ধরলা ব্রিজ পূর্বপাড়ের ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত উত্তরাঞ্চলের বৃহত্তম আঞ্চলিক ইজতেমায় আখেরি মুনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর হযরত সৈয়দ রেজাউল করীম।
কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটি আয়োজিত গত ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া ৩ দিন ব্যাপী ইজতেমায় রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ৩ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়। ৩ দিনব্যাপী ইজতেমায় চরমোনাইর পীর হযরত সৈয়দ রেজাউল করীম ছাড়াও দেশ-বরেণ্য আলেম-ওলামা ওয়াজ-নসিয়ত পেশ করেন। ইজতেমা সফল করতে স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।