পলি আক্তার ইতালি প্রতিনিধি : দুচোখের স্বপ্ন যখন হাতের মুঠোয়, ঠিক তখনই ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহর থেকে হারিয়ে গেল ৩৫ বয়সী বাংলাদেশী যুবক লিংকন।
আলম জুবায়ের লিংকনের জন্ম মুন্সীগঞ্জের লৌহজং গ্রামে তবে বর্তমানে ঢাকার ধনিয়ার বাসিন্দা ছিলেন। পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে লিনকন ছিল সবার বড়। মাস্টার্স পাস করে পাড়ি জমানো লিংকন কাতানিয়া শহরে দীর্ঘ আট বছর বসবাস করেন।
জানা যায় হারিয়ে যাওয়ার বেশ কয়েক দিন আগে থেকে মানসিক সমস্যায় ছিলেন, তার আচার আচরন ছিল অনেকটা অস্বাভাবিক। প্রায় তিন মাস হয়ে গেল এখনো খবর মিলেনি হারিয়ে যাওয়া লিংকনের।
স্বপ্নিল ভবিষ্যতের প্রত্যাশায় দেশ ছেড়ে সুদূর ইউরোপে পাড়ি জমানো যে ছেলেটা এগিয়ে যাবার কথা, হঠাৎ করে এভাবে হারিয়ে যাওয়াটা মেনে নিতে পারছেন না তার পরিচিতরা।
বি.দ্র: হারিয়ে যাওয়া লিংকনকে কেউ খোঁজে পেলে রাজিব বেপারী (খালাত ভাই) +393475046599 অথবা এলেক্স +393886514420 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।