সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ::
গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল পর্যন্ত সবার জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করতে কুড়িগ্রামে স্কুল অব হিডেন ট্যালেন্ট শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কুড়িগ্রাম সোসাইটি ঢাকার উদ্যোগে ও প্রবর্তন ফাউন্ডেশনের সহায়তায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠ সংলগ্ন মুক্তিযোদ্ধা বিজয় স্তম্ভ মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারী কলেজের ইংলিশ বিভাগের শিক্ষক মো: রসুল মাহমুদ, স্কুল অব হিডেন ট্যালেন্ট এর ফাউন্ডার সাব্বির খান সায়েম, সুপ্রিম কোর্টের আইনজীবি আসাদুজ্জামান আনছারী প্রমুখ।
বক্তারা জানান, সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে সেমিনার, আলোচনাসভা ও বিশেষ ক্লাসসহ করে আসছে। অনলাইন লাইভ ক্লাস, ভিডিও কনটেন্ট, লেকচার শিট এর মাধ্যমে পাঠ্য বইয়ের বিষয় বস্তুগুলোকে শিক্ষার্থীদের মাঝে সহজভাবে উপস্থাপন করাই হলো এই সেমিনারের উদ্দিশ্য। এতে শিক্ষার্থীরা অনলাইনে গাণিতিক সমস্যাসহ সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন।