ঢাকাSunday , 3 February 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

ফারাক্কা ব্রীজ মেরামতের কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শিথিল

TITUL ISLAM
February 3, 2019 12:02 pm
Link Copied!

হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
ফারাক্কা ব্রীজ মেরামতের কারণে ভারী যানবাহন চলাচল করতে না দেওয়ায় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বানিজ্য অনেকটা শিথিল। একারনে পণ্য আমদানিতে অতিরিক্ত খরচ হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়িরা। ফলে কাঙ্খিত রাজস্ব আদায় করতে পারছেন না কাস্টমস কর্তৃপক্ষ। এতে কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সকল কার্যক্রম। হিলি স্থলবন্দরের ব্যবসায়িরা বলছেন, ভারত থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি করা হয়, তার সবই পণ্যবাহী ট্রাক এই ফারাক্কা ব্রীজের উপর দিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে। কিন্তু গত ডিসেম্বর মাস থেকে ফারাক্কা ব্রীজের মেরামত কাজ শুরু হলে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় ভারত সরকার। প্রতিদিন এই বন্দর দিয়ে আগে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পাথর, চাল, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য নিয়ে দেশে প্রবেশ করলেও এখন আসছে সবমিলে ৫০টির নীচে। একারণে ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলোতে বেশি করে পণ্য আমদানি করা যাচ্ছে না। এখন ১০-১২ চাকার ট্রাকে কম পরিমাণে পণ্য লোড দিয়ে আমদানি করতে হচ্ছে। যার ফলে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পণ্য আমদানি অর্ধেকের নীচে নেমে আসায় পণ্য আমদানিতে অতিরিক্ত ব্যয় হচ্ছে ব্যবসায়িদের। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।