রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার কার্যালয় থেকে এখনো তফসিল ঘোষণা না হলেও নির্বাচনকে ঘিরে প্রার্থী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। গোটা এলাকায় বইছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীরা পাড়া-মহল্লায় স্বজন-শুভার্থী ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন।
সারা দেশের ন্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনেও সম্ভাব্য প্রার্থীরা কোন অংশে পিছিয়ে নেই। সর্বত্রই বইছে নির্বাচনের হাওয়া। বিশেষ করে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অনেকেই ভোটারদের কাছে দোয়া চেয়ে পোষ্টার দেওয়ালে লাগিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের একজন চায়না বসুনিয়া ২০১৪ সালের নির্বাচনে তিনি সিলিং ফ্যান মার্কা নিয় সতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন।
তার পিতা মৃত্যু আব্দুর রাজ্জাক বসুনিয়া ভাসানী।
তার পিতাও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
জানা যায়, চায়না বসুনিয়া সব সময় মুক্তিযুদ্ধের পক্ষের সকল কর্মসুচিতে থাকেন বা সমর্থন করেন। তিনি দীর্ঘদিন ধরে স্বতঃস্ফূর্ত ভাবে সক্রিয় আছেন। সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকের পক্ষে মাঠে থেকে বিভিন্ন এলাকার মহিলাদের নিয়ে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে ছিলেন।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নারীদের প্রতিনিধি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয় প্রত্যাশী চায়না বসুনিয়া । তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের সাথে আছি। দলের কাছে মনোনয়ন চাইবো। আশা করি দল আমাকে মনোনয় দিবে এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করব।
তিনি আরও বলেন, আমি এবারের নির্বাচনে সরকারে থাকা যে কোন দলের দলীয় প্রার্থী হতে পারি। আল্লাহর রহমত ও মন্ত্রী মহোদয়ের আশির্বাদ থাকলে অবশ্যই নির্বাচনে নির্বাচিত হব ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে মহিলাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে আমার নেতা মাননীয় মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির হাতকে আরো শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করব।