লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নীলু সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। সোমবার দুপুরে পাটগ্রাম মহিলা কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অধ্যক্ষ মিজানুর রহমান নীলু বলেন, ১৯৮৫ সাল থেকে আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামীলীগের বিভিন্ন পদ-পদবীতে দায়িত্ব পালন করে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের নেতৃত্বে পাটগ্রামের সকল উন্নয়নে ভুমিকা রাখছি। সে কারণেই আমিই আওয়ামীলীগ ও পাটগ্রামের জনগনের যোগ্য প্রার্থী।
সাংবাদিকদের এক প্রশ্নের উওরে অধ্যক্ষ মিজানুর রহমান নীলু বলেন, আমি আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইবো এবং আমার বিশ্বাস আওয়ামীলীগ আমাকেই দলীয় মনোনয়ন দিবেন।
মতবিনিময় সভায় অধ্যক্ষ মিজানুর রহমান নীলু বলেন, আমি নির্বাচিত হলে পাটগ্রামের বুড়িমারী স্থল বন্দরে দুর্নীতি প্রতিরোধসহ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও শিশু বিবাহ, মাদক মুক্ত সমাজ তৈরীতে কাজ করবো