লালমনিরহাট প্রতিনিধি ঃ
“পুলিশকে সহায়তা করি, নিরাপদ জীবন গড়ি” এ শ্লোগান নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশ সপ্তাহ উপলক্ষে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
সোমবার বিকেলে হাতীবান্ধা থানা হলরুমে ওসি ওমর ফারুকের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং কমিটি’র সভাপতি অধ্যক্ষ নুরুজ্জামান। বক্তব্য রাখেন, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, ওসি (তদন্ত) সুমন কুমার মোহন্ত, প্রেসক্লাব সদস্য সচিব ফারুক হোসেন নিশাত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা ইউনিটের সম্পাদক আসাদুজ্জামান সাজু, পুজা উদযাপন কমিটি’র সভাপতি কেশব চন্দ্র প্রমুখ। সভায় শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।