পলি আক্তার ইতালি প্রতিনিধি :
ইতালির মিলানে এই প্রথমবারের মতো মহান একুশে ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মিলিত ভাবে উদযাপনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভায় মিলানের সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দদেরকে নিয়ে সম্মিলিত ভাবে একুশে উদযাপনের জন্য নিজ নিজ মতামত প্রকাশ করেন উপস্থিত মিলানের প্রবাসীরা।
উপস্থিত নেতৃবৃন্দরা আগামী রবিবার আরো বৃহৎ আকারে আরেকটি সভা করে একুশে উদযাপন করার জন্য একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের পরামর্শ প্রদান করেন এবং সভা আহ্বান করার জন্য মিলান মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি জাকির হোসেন কে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা আশরাফ আলম ও মালেক মোল্লা কে সদস্য করে আগামী তিন ফেব্রুয়ারী রবিবার চার টায় লিজার বার রেস্টুরেন্টে মহান একুশে ফেব্রুয়ারী সম্মিলিত ভাবে সকল রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ দের সাথে নিয়ে সুন্দর ভাবে পালনের উদ্দেশ্যে মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে ।
উক্ত সভায় সকলের উপস্থিতি এই আয়োজন কে সার্থক ও সাফল্য মণ্ডিত করে তুলবে বলে মনে করেন আয়োজকরা।