সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রেসক্লাব।
২৭ জানুয়ারি রাত ১১টায় কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারস্থ জেলা প্রেসক্লাব হলরুমে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে জেলা প্রেসক্লাব। উক্ত অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা প্রেসক্লাবের সহসভাপতি এডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক নুরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-আমি নিজের জন্য এমপি নির্বাচিত হইনি। কুড়িগ্রাম-২ আসন এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এমপি হয়েছি। অন্যান্য জেলার ন্যায় কুড়িগ্রাম এখনও অনেক পিছিয়ে। আমি আশা করব আপনারা (সাংবাদিকরা) এখানকার শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব ও নদী ভাঙ্গন নিয়ে লিখবেন। আমি যেহেতু বিরোধী দলীয় এমপি তাই আমার অধিকার আছে এখানকার উন্নয়নে দাবি আদায় করার। তাই আমার সর্বস্ব দিয়ে হলেও এ জেলার উন্নয়ন ও হতদরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে বিলিয়ে দিব।
উল্লেখ্য, অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদকে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।