ঢাকাMonday , 28 January 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদকে জেলা প্রেসক্লাব’র সংবর্ধনা

TITUL ISLAM
January 28, 2019 12:56 pm
Link Copied!

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি : 
কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রেসক্লাব।
২৭ জানুয়ারি রাত ১১টায় কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারস্থ জেলা প্রেসক্লাব হলরুমে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে জেলা প্রেসক্লাব। উক্ত অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা প্রেসক্লাবের সহসভাপতি এডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক নুরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-আমি নিজের জন্য এমপি নির্বাচিত হইনি। কুড়িগ্রাম-২ আসন এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এমপি হয়েছি। অন্যান্য জেলার ন্যায় কুড়িগ্রাম এখনও অনেক পিছিয়ে। আমি আশা করব আপনারা (সাংবাদিকরা) এখানকার শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব ও নদী ভাঙ্গন নিয়ে লিখবেন। আমি যেহেতু বিরোধী দলীয় এমপি তাই আমার অধিকার আছে এখানকার উন্নয়নে দাবি আদায় করার। তাই আমার সর্বস্ব দিয়ে হলেও এ জেলার উন্নয়ন ও হতদরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে বিলিয়ে দিব।
উল্লেখ্য, অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদকে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।