লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারী) রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার সকালে উপজেলার খানের বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী গামী কমিউটার এক্সপ্রেসের সামনে লাফিয়ে পড়ে রবিউল ইসলাম। সে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার বানিয়া ওরফে খোকা শেখের পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন রবিউল। অসহনীয় যন্ত্রনা সহ্য করতে না পেরে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার খানের বাজার এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের সামনে লাফিয়ে পড়ে সে। এ সময় তার এক পা কেটে গেলে হাতীবান্ধা ফায়ার সার্ভিস তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।